আমাদের ফ্রি .tk ডোমেইনটি আর কাজ করছে না! কয়েক বছর থেকেই .tk ডোমেইন সরবরাহকারী সংস্থাটি ডামাডোলে পড়েছিল!নতুন ডোমেইন রেজিস্টার তো করতেই দিচ্ছিল না, উপরন্তু পুরানো ডোমেনগুলি রিনিউ করার জন্য ইমেল অ্যালার্টও দিত না। তবে কপাল ভাল থাকায় সময়ে সময়ে ওদের সিস্টেমে লগিন করে ডোমেইন রিনিউ করে ফেলতাম বলে এতদিন mugdhobangla.tk ডোমেইন অ্যাক্টিভ ছিল, কিন্তু গত ১০ তারিখের পর হঠাৎ খেয়াল করি mugdhobangla.tk ডোমেইন কাজ করছে না। ওদের সাইটে লগিন করে বুঝতে পারলাম, সমস্ত ডোমেইন ওরা ইনঅ্যাকটিভ করে দিয়েছে।
যাই হোক, এর আগেও এই সমস্যা হওয়ায় আমরা তড়িঘড়ি mugdhobangla.in ডোমেইনটি কিনে ফেলি দুই বছরের জন্য, কিন্তু ছয়মাস আগে ওই ভারতীয় সংস্থাটি ইমেল মারফত জানায়, তারা তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে আর আমাদের কেনা ডোমেইনটি সুবিধামত অন্য কোনো সংস্থায় ট্রান্সফার করে নিতে অনুরোধ করে। সেই মত, সঙ্গে সঙ্গে ডোমেইন ট্রান্সফার করার চেষ্টা করি। কিন্তু কপাল খারাপ! কোনোমতেই ট্রান্সফার নিচ্ছিল না। দুই তিন সপ্তাহ পর আবার অন্য সংস্থায় ট্রান্সফার করার চেষ্টা করি, কিন্তু হয়না! অগত্যা হাল ছেড়ে দিই। আগের সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর না পেয়ে ধরেই নিই এই ডোমেনটাও হারাতে হবে!
গত মাসের পনেরো তারিখ .in ডোমেইনটি এক্সপায়ার করেছিল। কিন্তু .tk ডোমেইন চালু থাকায় আমি নতুন ডোমেইন কেনার কথা ভাবিনি। কিন্তু এমনভাবে হঠাৎ করে .tk ডোমেইন কাজ করা বন্ধ হয়ে যাবে ভাবিনি। গত রবিবার সাইট খুলছে না দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে! তড়িঘড়ি ডোমেইন কিনতে গিয়ে দেখি .in ডোমেইনটি আর রেজিস্টার করা যাবে না। অগত্যা mugdhobangla.co.in ডোমেইন কিনে ফেলি। আর এবার আগের মত বেকায়দায় যাতে না পড়তে হয়, তার জন্য এবার ১০ বছরের জন্য ডোমেইন কিনে ফেলি। সুতরাং, প্রিয় পাঠকগণ, আপাতত ১০ বছর মুগ্ধবাংলার নতুন ঠিকানা mugdhobangla.co.in ।